Adobe Premiere Pro CC ভিডিও এডিটিং Full HD বাংলা টিউটোরিয়াল এবং ইউটিউব মার্কেটিং করে অনলাইন আয়ের পদ্ধতি!!!

কেমন আছেন সবাই? অনেক অনেক দিন পর নতুন টিউটোরিয়াল ডিভিডি প্রকাশ করা হলো। গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল প্যাকেজটি (৪টি ডিভিডি)  ইতঃপূর্বে অনেক জনপ্রিয়তা পেয়েছে। ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত সব মিলিয়ে প্রায় ১০০০০+ সাবস্ক্রাইবার এবং প্রায় ৬ লাখ ভিউ হয়েছে টিউটোরিয়ালগুলো। শুধু তাই নয় ফটোশপের প্রথম টিউটোরিয়াল ডিভিডিটি সহ গ্রাফিক্স টিউটোরিয়ালগুলো রকমারিতে বেস্ট সেলার হিসেবেও প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়।

 

rokomari-ad

তারই ধারাবাহিকতায় এবং অনেকের অনুরোধে Adobe Premiere Pro CC নিয়ে ভিডিও এডিটিং টিউটোরিয়াল বের করা হলো।

ভিডিও এডিটিং এর জন্য অন্যতম একটি সফটওয়্যার হলো এডোবি প্রিমিয়ার প্রো। এডোবি মাস্টার কালেকশন সফটওয়্যারের সুবিধা হলো একটি সফটওয়্যার জানা থাকলে অন্য সফটওয়্যারগুলোও শেখা সহজ হয়ে যায়। এই টিউটোরিয়াল দেখার জন্য পূর্বে কোন সফটওয়্যার জানা আবশ্যক নয় তবে ফটোশপ ব্যাসিক জানা থাকলে প্রফেশনাল ভিডিও এডিটিং এ সাহায্য হবে। এডোবি প্রিমিয়ার প্রো সিসি সফটওয়্যার দিয়ে তৈরি এই টিউটোরিয়াল ডিভিডি দেখে যে কেউ ভিডিও এডিটিং শিখতে পারবে।

ভিডিও এডিটিং শিখে সখের শর্টফিল্ম এডিট করা ছাড়াও প্রফেশনালি কাজ করা সম্ভব। অন্যান্য কাজের তুলনায় ভিডিও এডিটিং শেখা সহজ। মোটামুটি মানের কম্পিউটার হলেই ভিডিও এডিটিং করা যায়। আউটসোর্সিং, ইউটিউব থেকে আয়, মিডিয়া হাউজে ভিডিও এডিটর হওয়া সহ সকল ধরণের মিডিয়ার কাজে ভিডিও এডিটিং এর প্রয়োজন হয়ে থাকে। টিভি চ্যানেলগুলোতেও রয়েছে ব্যাপক চাহিদা।

সবগুলো টিউটোরিয়াল Full HD (1920×1080) ফরম্যাটে তৈরি করা হয়েছে। দুইটি ডিভিডি থাকছে।

 

Adobe Premiere Pro CC Bangla Tutorial

টিউটোরিয়াল ছাড়াও ডিভিডির সাথে থাকছেঃ
* প্রিমিয়ার প্রো সিসি সফটওয়্যার
* ভিডিওর সোর্স ফাইল
* M. C. Q কুইজ টেস্ট।
এছাড়াও কত কি!

 

টিউটোরিয়াল ট্রেইলারঃ

এক নজরে দেখে নিন এডোবি প্রিমিয়ার প্রো সিসি টিউটোরিয়াল ট্রেইলার।

এক নজরে যা যা শেখা যাবেঃ
* ভিডিও এডিটিং
* অডিও এডিটিং
* কালার কারেকশন
* স্টিল ইমেজ দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি
* আফটার ইফেক্টের সাথে লিঙ্ক করা সহ অনেক কিছু

*ইউটিউব থেকে আয়ের বিস্তারিত পদ্ধতি

সূচিপত্রঃ
* পর্ব-০১ পরিচিতি
* পর্ব-০২ প্রজেক্ট ওপেন করা
* পর্ব-০৩ ইন্টারফেস কাস্টোমাইজ করা
* পর্ব-০৪ কুইক এডিটিং-১
* পর্ব-০৫ কুইক এডিটিং-২
* পর্ব-০৬ কুইক এডিটিং-৩
* পর্ব-০৭ কুইক এডিটিং-৪
* পর্ব-০৮ কুইক এডিটিং-৫
* পর্ব-০৯ কুইক এডিটিং-৬
* পর্ব-১০ কুইক এডিটিং-শেষ পর্ব
* পর্ব-১১ ফাইল ইমপোর্ট
* পর্ব-১২ অফলাইন মিডিয়া লিঙ্ক করা
* পর্ব-১৩ সিকোয়েন্স সেটিংস
* পর্ব-১৪ ইনসার্ট এবং ট্রিম
* পর্ব-১৫ এডিটিং টেকনিক
* পর্ব-১৬ স্লিপ এবং স্লাইড টুল
* পর্ব-১৭ মন্টেজ এডিটিং-১
* পর্ব-১৮ মন্টেজ এডিটিং-২
* পর্ব-১৯ মার্কার ট্রিক্স
* পর্ব-২০ কীবোর্ড শর্টকাট কী
* পর্ব-২১ অডিও এডিটিং-১
* পর্ব-২২ অডিও এডিটিং-২
* পর্ব-২৩ অডিও এডিটিং-৩
* পর্ব-২৪ অডিও এডিটিং-৪
* পর্ব-২৫ ইমেজ দিয়ে অ্যানিমেশন তৈরি-১
* পর্ব-২৬ ইমেজ দিয়ে অ্যানিমেশন তৈরি-২
* পর্ব-২৭ ইমেজ দিয়ে অ্যানিমেশন তৈরি-৩
* পর্ব-২৮ ভিডিও ট্রানজিশন
* পর্ব-২৯ ভিডিও ইফেক্ট
* পর্ব-৩০ অডিও ইফেক্ট
* পর্ব-৩১ এডজাস্টম্যান্ট লেয়ারস
* পর্ব-৩২ মাস্টার ক্লিপ এডিট
* পর্ব-৩৩ ট্র্যাকিং ইফেক্ট
* পর্ব-৩৪ গ্রিন স্ক্রিন এডিট
* পর্ব-৩৫ রিয়েল টাইম রেন্ডার
* পর্ব-৩৬ আফটার ইফেক্টের সাথে লিঙ্ক
* পর্ব-৩৭ ফ্রেম ফ্রিজ করা
* পর্ব-৩৮ ক্লিপ স্পীড
* পর্ব-৩৯ কালার কারেকশন-১
* পর্ব-৪০ কালার কারেকশন-২
* পর্ব-৪১ কালার কারেকশন-৩
* পর্ব-৪২ কালার কারেকশন-৪
* পর্ব-৪৩ কালার কারেকশন-৫
* পর্ব-৪৪ টাইটেল তৈরি করা
* পর্ব-৪৫ রোলিং টাইটেল তৈরি
* পর্ব-৪৬ মাল্টিক্যাম এডিট-১
* পর্ব-৪৭ মাল্টিক্যাম এডিট-২
* পর্ব-৪৮ ফাইল এক্সপোর্ট
* পর্ব-৪৯ ফাইল এক্সপোর্ট সেটিংস
* পর্ব-৫০ সমাপ্তি

bangla video editing tutorial

ইউটিউব মার্কেটিং করে আয়ঃ

ইউটিউব মার্কেটিং করে কিভাবে আয় করা যায় সেটা বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছেন Zafar Hossain Zafi ভাই। প্রায় ২০+ ভিডিও টিউটোরিয়াল রয়েছে ইউটিউব মার্কেটিং নিয়ে। একনজরে দেখে নেয়া যাক কি কি থাকছেঃ

 • ইউটিউব মার্কেটিং করে যেভাবে ইনকাম করবেন
 • ০১ ভিডিও কীওয়ার্ড রিসার্চ ফর্মূলা
 • ০২ আনলিমিটেড ফ্রি ভিডিও কন্টেন্ট এবং টাইটেল ট্রিক গেম
  ০৩ ডিস্ক্রিপশনে ইউটিউব অপটিমাইজিং
 • ০৪ ইউটিউব ভিডিও এর ট্যাগ টিপস ও ট্রিকস
 • ০৫ ইউটিউব ভিডিওর জন্য High PR BackLink তৈরি করার পদ্ধতি
 • ০৬ ভিডিও ট্যাগ কালেকশন করার পদ্ধতি
 • ০৭ নিশ্চিত আয়ের কোর্স আউটলাইন
 • ০৮ ইউটিউব মার্কেটিং এডভান্স পদ্ধতি
 • ইউটিউব ইন্টার্ন টু পিএইচডি ০১
 • ইউটিউব ইন্টার্ন টু পিএইচডি ০২
 • ইউটিউব ইন্টার্ন টু পিএইচডি ০৩
 • এছাড়াও এডভান্স আরো ৬+ টিউটোরিয়াল রয়েছে।

 

 

অটোরান মেনুঃ

ডিভিডিতে রয়েছে অটোরান মেনু। যেখানে ক্লিক করে এক সাথেই ডিভিডির সকল ফাইল ম্যানেজ করা যাবে।

 

premiere pro auto

 

প্রযুক্তি টিম M.C.Q টেস্ট সফটওয়্যারঃ

এই এডভান্স টিউটোরিয়াল ডিভিডিতে যুক্ত করা হয়েছে M.C.Q পরীক্ষা দেয়ার ব্যবস্থা। টোটাল ১০০টি টিউটোরিয়াল থেকে বাছাই করে প্রশ্ন করা হয়েছে যেগুলোর উত্তর দিয়ে নিজের ফটোশপ স্কিল সম্পর্কে অবগত হতে পারবেন এবং বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসের টেস্টের জন্যেও সহায়ক হবে। সবগুলো প্রশ্নের উত্তরই টিউটোরিয়ালে রয়েছে।

 

qus

DVD সংগ্রহ করার পদ্ধতিঃ

অনলাইন মার্কেট রকমারি.কম(rokomari.com):

projukti team

সাড়া বাংলাদেশ থেকে ডিভিডি সংগ্রহ করা যাবে এই সাইট থেকে।  অনলাইন বই/সিডি/ ডিভিডি স্টোর হিসেবে রকমারি ডটকম  এখন সাড়া দেশেই অনেক জনপ্রিয়। ‘ক্যাশ অন ডেলিভারি’ সুবিধা থাকায় এ সাইটে বই/ডিভিডি অর্ডার দেওয়ার সময় টাকা পরিশোধ করতে হয় না। বইটি গ্রাহকের কাছে পৌঁছানোর পরই শুধু গ্রাহককে মূল্য পরিশোধ করতে হয়। দেশের যে প্রান্তেই হোক না কেন, মাত্র ৩০ টাকা ডেলিভারি চার্জের বিনিময়ে বই/ ডিভিডি পৌঁছে দেয় রকমারি। বইয়ের সংখ্যা বেশি হলেও চার্জ একই। স্থানভেদে দুই থেকে ৫ দিনের মধ্যে পৌঁছে যায় কাঙ্ক্ষিত বই। উপহার হিসেবে এখান থেকে বই পাঠানোরও ব্যবস্থা আছে। সংক্ষেপে রকমারি সাইট সম্পর্কে জানানো হয়েছে। অর্ডার করা খুবই সহজ। সাইটে গিয়ে আপনার নাম ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন  তারপর আপনার কাংখিত ডিভিডিটি   ক্রয় করুন অপশন থেকে অর্ডার দিন ।  ডিভিডি অর্ডার লিঙ্কঃ

এডোবি প্রিমিয়ার প্রো সিসি বাংলা ভিডিও এডিটিং টিউটোরিয়াল (২ ডিভিডি)

অন্যান্য টিউটোরিয়াল ডিভিডি অর্ডার লিঙ্কঃ

ssss

 

হেল্প লাইনে ফোন করেও অর্ডার দিতে পারেন। হট লাইন নাম্বারঃ Customer care: 1629701519521971 (9:00 am – 11:00 pm)। সপ্তাহে যে কোন সমস্যায় ফোন করতে পারেন। সাড়া বাংলাদেশ থেকে এভাবেই আপনি প্রিমিয়ার প্রো,ফটোশপ, ইলাস্ট্রেটর, লোগো ডিজাইন ডিভিডিটি সংগ্রহ করতে পারবেন। এমনকি এখানে থেকে আপনি গিফটও করতে পারবেন। যে কোন সমস্যায় আমাকে ফেসবুক অথবা মেইল করুন hasan.jubair@yahoo.com

আরো যে সব জায়গায় পাওয়া যাবেঃ

বিভিন্ন মার্কেটে টিউটোরিয়াল ডিভিডিগুলো পাওয়া যাবে। সিডি/ ডিভিডি বিক্রি করে এমন দোকানে প্রযুক্তি টিম টিউটোরিয়াল ডিভিডিগুলো পাওয়া যাবে। যেখানে যেখানে পাওয়া যাবে সেই মার্কেটের লিস্টঃ

 • মাল্টি প্ল্যান সেন্টার (৩য় তলা) । SOLAR SOFT দোকান নাম্বারঃ ৩১২, ৩য় তলা(01912278913)। এছাড়াও প্রায় সব সিডি/ ডিভিডির দোকানে পাবেন। মঙ্গলবার মার্কেট বন্ধ থাকে।
 • BCS কম্পিউটার সিটি IDB ভবন।  দোকানের নামঃ Nikor, দোকানের সিরিয়াল নাম্বারঃ ১২১ ( দ্বিতীয় তলা)। । রবিবার বন্ধ থাকে।
 • নীলক্ষেত বই মার্কেট। নিউ হক লাইবেরি (01735742908)  দোকানেই পাবেন। মঙ্গলবার বন্ধ থাকে।

সাড়া বাংলাদেশ থেকে নেয়ার জন্য rokomari.com তো আছেই!

শেষ কথাঃ

ব্যক্তিগত ব্যবহারের জন্য যে কেউ ডিভিডি কপি করতে পারেন। কিন্তু ব্যবসায়িকভাবে কেউ কপি করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনার যদি দোকান থাকে বা বড় কোন ধরণের প্ল্যান থাকে অবশ্যই আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন।

টিউটোরিয়ালগুলো বিভিন্ন সেরা সেরা ইংলিশ টিউটোরিয়াল অনুসরণ করে তৈরি করা হয়েছে। লিন্ডা, ডিজিটালটিউটোর, টিউটপ্লাস, ইউটিউব সহ অনেক অনলাইন সোর্স ব্যবহার করা হয়েছে।

পরিশেষে বলতে চাই টিউটোরিয়াল কেমন হয়েছে বা কেমন আশা করেন সব কিছুই জানতে চাই আপনাদের কাছ থেকে।

ধন্যবাদ সবাইকে।

Category:

ব্লগ

ফেইসবুকের সাহায্যে মন্তব্য দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

21 Comments